//নওগাঁর বদলগাছি উপজেলার জাহিদুর রহমান অবশেষে এসএসসি পাশ করেছেন । ১৯৯৮ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি । পর পর তিনবার ফেল করায় রেজিষ্ট্রেশন বাতিল হয়ে গেলে পড়াশুনা ছেড়ে দেন । ২০০৮ সালে গয়রা তেতুলিয়া এস ফাজিল মাদরাসা থেকে আবার রেজিষ্ট্রেশন করেন । ২০১০ সালে চতুর্থবারের মত পরীক্ষা দেন এবং ব্যার্থ হন । তবে দমে যান নি । পঞ্চম বার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন । তার এই সাফল্যে উল্লসিত জনতা গ্রামে মিছিল বের করে ।
ক্যাচ মি ইফ ইউ ক্যান
নিজের কোনো সার্টফিকেট নাই ‘নিউরো মেডিসিন স্পেশালিষ্ট’ এ ওহাব খানের ।

মামলাবাজ
খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় থাকেন আব্দুল আজিজ এবং আব্দুর রাজ্জাক ফকির । সাপের সাথে নেউলের সম্পর্ক যেমন ওনাদের দুজনের সম্পর্কও তেমন । ৩,০০০ টাকা দামের এক টিলার মালিকানা নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলার পর মামলা করে যাচ্ছেন । গত ২০ বছরে আইন ব্যাবসায়ীদের ৪৫ লাখ টাকা দিয়েছেন আজিজ আর রাজ্জাক । এখন আর পেশাদার আইনজীবিদের কাছে যাননা । আদালতে নিজেরাই একে অপরকে জেরা করেন । মামলার সুরাহা কবে হবে তা জানেন না কেউ ।
সকলের বন্ধু পুলিশ
পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় । একই দালানে কার্যালয় জেলা পুলিশ প্রধানেরও...যেখান থেকে ঢাকা জেলার সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় । এই দালানের আঙ্গিনায় জুয়াড়িরা জুয়া খেলে আর তালি দিয়ে তাদের উৎসাহিত করেন পুলিশ । ছিনতাইকারীরা ছিনতাই করে ভাগাভাগি করেন এখানে বসে । পতিতারা খদ্দের নিয়ে সোজা এখানে চলে আসেন । পুরান ঢাকায় ওদের জন্য এর চেয়ে নিরাপদ আর জায়গা নাই ।
গণতান্ত্রিক সাংবাদিক
সংবাদ মাধ্যমগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ । বর্তমানে আওয়ামীলীগ ও বাম সমর্থিত সদস্য ১৬জন আর বিএনপি-জামাত পন্থি ২২জন । আগে সব সময়ই এর নেতা নির্ধারণ হয়েছে নির্বাচনের মাধ্যমে। কয়েক বছর ধরে নির্বাচন হয়না । ক্ষমতাসীন জোট সমর্থিতদের একজনকে সভাপতি বানানো হয় । কারণ গনতন্ত্র বাচাতে গেলে তারা বাচবেন না আর তারা না বাচলে সমিতিকে বাচানো যাবে না।
বৈশাখী ইলিশ
১৪১৭ সনের চৈত্র মাসের শেষের দিকের কথা । মধ্যবিত্ত এক পরিবারের এক সদস্য ঢাকার কোনো এক বাজারে গিয়েছিলেন ইলিশ মাছ কিনতে । ইলিশের দাম শুনে বেহুশ হবার অবস্থা । এক মাছের দাম ২,৫০০ টাকা । অনেক চিন্তা ভাবনা করে উনি ৩,৫০০ টাকা দিয়ে একটি খাসি কিনে বাড়ি গেলেন । তার বুদ্ধিমত্তা দেখে সবাই খুশি ।
Cartoon courtesy: প্রথম আলো
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন