আমার দেশের আজব কাহিনী

৯ মে, ২০১১ I'm reading: আমার দেশের আজব কাহিনীTweet this!
অবশেষে মেট্রিক পাশ
//নওগাঁর বদলগাছি উপজেলার জাহিদুর রহমান অবশেষে এসএসসি পাশ করেছেন ১৯৯৮ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি পর পর তিনবার ফেল করায় রেজিষ্ট্রেশন বাতিল হয়ে গেলে পড়াশুনা ছেড়ে দেন ২০০৮ সালে গয়রা তেতুলিয়া এস ফাজিল মাদরাসা থেকে আবার রেজিষ্ট্রেশন করেন ২০১০ সালে চতুর্থবারের মত পরীক্ষা দেন এবং ব্যার্থ হন তবে দমে যান নি পঞ্চম বার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তার এই সাফল্যে উল্লসিত জনতা গ্রামে মিছিল বের করে


ক্যাচ মি ইফ ইউ ক্যান
নিজের কোনো সার্টফিকেট নাই ‘নিউরো মেডিসিন স্পেশালিষ্ট’ এ ওহাব খানের মো. আব্দুল ওয়াহাব নামের এক ডাক্তারের সনদের ফটোকপি দিয়ে চাকরি নেন জয়নুল হক সিকদার কার্ডিয়াক কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে ‘দক্ষতা’র সাথে নিজেকে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করে ফেলেন তিনি সম্প্রতি ভুল চিকিৎসার অভিযোগ উঠলে প্রথম আলোর চোখে পরে যান ওহাব থলের বিড়াল বেরিয়ে যায় গত ৯ই মে থেকে ওহাব খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না


মামলাবাজ
খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় থাকেন আব্দুল আজিজ এবং আব্দুর রাজ্জাক ফকির সাপের সাথে নেউলের সম্পর্ক যেমন ওনাদের দুজনের সম্পর্কও তেমন ৩,০০০ টাকা দামের এক টিলার মালিকানা নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলার পর মামলা করে যাচ্ছেন গত ২০ বছরে আইন ব্যাবসায়ীদের ৪৫ লাখ টাকা দিয়েছেন আজিজ আর রাজ্জাক এখন আর পেশাদার আইনজীবিদের কাছে যাননা আদালতে নিজেরাই একে অপরকে জেরা করেন মামলার সুরাহা কবে হবে তা জানেন না কেউ


সকলের বন্ধু পুলিশ
পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় একই দালানে কার্যালয় জেলা পুলিশ প্রধানেরও...যেখান থেকে ঢাকা জেলার সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় এই দালানের আঙ্গিনায় জুয়াড়িরা জুয়া খেলে আর তালি দিয়ে তাদের উৎসাহিত করেন পুলিশ ছিনতাইকারীরা ছিনতাই করে ভাগাভাগি করেন এখানে বসে
পতিতারা খদ্দের নিয়ে সোজা এখানে চলে আসেন । পুরান ঢাকায় ওদের জন্য এর চেয়ে নিরাপদ আর জায়গা নাই

গণতান্ত্রিক সাংবাদিক
সংবাদ মাধ্যমগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ বর্তমানে আওয়ামীলীগ ও বাম সমর্থিত সদস্য ১৬জন আর বিএনপি-জামাত পন্থি ২২জন আগে সব সময়ই এর নেতা নির্ধারণ হয়েছে নির্বাচনের মাধ্যমে কয়েক বছর ধরে নির্বাচন হয়না ক্ষমতাসীন জোট সমর্থিতদের একজনকে সভাপতি বানানো হয় । কারণ গনতন্ত্র বাচাতে গেলে তারা বাচবেন না আর তারা না বাচলে সমিতিকে বাচানো যাবে না


বৈশাখী ইলিশ
১৪১৭ সনের চৈত্র মাসের শেষের দিকের কথা মধ্যবিত্ত এক পরিবারের এক সদস্য ঢাকার কোনো এক বাজারে গিয়েছিলেন ইলিশ মাছ কিনতে ইলিশের দাম শুনে বেহুশ হবার অবস্থা এক মাছের দাম ২,৫০০ টাকা অনেক চিন্তা ভাবনা করে উনি ৩,৫০০ টাকা দিয়ে একটি খাসি কিনে বাড়ি গেলেন তার বুদ্ধিমত্তা দেখে সবাই খুশি

Cartoon courtesy: প্রথম আলো
If you like this article , please spread it by bookmarking

  • Stumbleupon
    Stumble
  • Digg
    Digg
  • Delicious
    Delicious
  • More
    More

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন